সংবাদদাতা, দিনাজপুর :আয়তনে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এবারে এই মাঠে একসঙ্গে ছয় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় এই নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী। এই নামাজে জেলার ১৩টি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরা অংশ নেন।
নামাজে অংশ নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ঈদগাহ মাঠের প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ অনেকে।
নামাজ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুরের এই জামাতটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এখানে গতবার প্রায় ৬ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেছিল। এবার আরও বেশি মুসল্লি অংশ নিয়েছে।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
উলেখ্য, ২০১৫ সালে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের কাজ শুরু করা হয়। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০২০ ও ২০২১ সালে ভয়াবহ করোনাভাইরাসের কারণে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেছিল।