নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পুরুষ ও এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিদের চিফ চুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী সদরের করিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুরের হাজী আবদুল মালেক সাহেবের বাড়ির ছেলে আজিজুল হকের ছেলে মোহাম্মদ আজিজ আরমান আইমন (৩২) ও পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুরের বকসি চাপরাশির বাড়ির মৃত শফিউল আলম দুলালের স্ত্রী রাশেদা আক্তার মিনু (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.সবজেল হোসেনের নেতৃত্বে করিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ডিবি পুলিশ।
নোয়াখালীর পুলি সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুই মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।