বাঙলা প্রতিদিন ডেস্ক : দারিদ্র্য এবং করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশে বাল্যবিয়ের প্রবণতা বাড়ছে বলে দাবি করেছে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা সংগঠনগুলো। তারা বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ের হার দ্বিগুণ বেড়েছে। আর করোনার মধ্যে সবচেয়ে বাল্যবিয়ের প্রবণতা বেড়েছে নীলফামারী জেলায়।
জানা যায়, জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ১৩ বছরের কিশোরীর সোনিয়ার বিয়ে হয় কয়েক মাস আগে। সোনিয়ার স্বপ্ন ছিল পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার । কিন্তু বাল্যবিয়ে হওয়ার কারণে তার স্বপ্ন অংকুরেই শেষ হয়েছে।
কিশোরী সোনিয়া বলেন, আমি তো চেয়েছিলাম পড়াশোনা করতে, কিন্তু রোজগার নেই, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে আমার মামারা।
বাল্যবিয়ের শিকার হয়েছেন সোনিয়ার মতো আরো অনেকে। শারীরিক নানা জটিলতার পাশাপাশি শ্বশুরবাড়িতে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বাল্যবিয়ের শিকার কিশোরীদের।
কিশোরী লাইলীও হয়েছে বাল্যবিয়ের শিকার। লাইলী জানান, তার একটি সন্তানও হয়েছে। এ কারণে তার ‘অনেক সম্যসা হয় যেমন গা-পা ব্যাথা করে, বসলে উঠলে মাথা ঘুরায়, চোখ-মুখ অন্ধকার হয়ে আসে। লাইলী বলেন, আমার শরীর খুব দুর্বল ছিলো, এ কারণে আমার বাচ্চাও দুর্বল হয়েছে।’
অভিভাবকরা জানান, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ এবং আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন।
বাল্যবিয়ের শিকার হওয়া কিশোরীর এক অভিভাবক বলেন, ‘টাকা-পয়সা নাই তাই ছোট বয়সেই বিয়ে দিয়ে দিয়েছি। তবে দোষ পেলে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি বকা দেয়।’
মেডিক্যাল অফিসার মৌসুমি বৈষণ জানান, শারীরিকভাবে অপরিপক্কতায় গর্ভধারণসহ নানা জটিলতায় পড়তে পারেন বাল্যবিয়ের শিকার এসব কিশোরী। এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে তাদের। তিনি বলেন, ‘যদি পুরোপুরি উপযুক্ত হওয়ার আগেই সে গর্ভধারণ করে ফেলে, তাহলে তার শারীরিক পরিপক্কতা হয়না, গর্ভধারণের উপযুক্তও হয়না। এর ফলে অনেক প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি হয়।’
জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, জেলায় বাল্য বিয়ে রোধে তৎপরতা রয়েছে প্রশাসন। তিনি বলেন, ‘আমরা যদি আরো সচেতন থাকি, তাহলে আমরা ভালো ফলাফল পাবো। প্রশাসন সোচ্চার আছে, আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে আমরা বাল্যবিয়ে বন্ধ করার চেষ্টা করছি।’
মেয়েরা সাধারণত পারিবারিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় বেশি ভোগে জানিয়ে নীলফামারীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, আমরা বাল্যবিয়ে বন্ধ করার চেষ্টা করছি। তবে অধিকাংশ ক্ষেত্রে পরিবারের অসচেতনতা কারণেই বাল্যবিয়ের ঘটনা ঘটছে।’
গত ২০২০ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে জেলায় বাল্যবিয়ের শিকার হয়েছেন ৬৪ জন। আর করোনা মহামারিতে বাল্যবিয়ের হাড় বেড়েছে দ্বিগুণ। যদিও এর কোন সঠিক পরিসংখ্যান নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে।
সূত্র: ডিবিসি নিউজ