ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪
বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের সম্মানে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় বাৎসরিক ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’-এর আয়োজন করে ভিসা।
আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন বিভিন্ন ব্যাংক, এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) প্রদানকারী ও মার্চেন্টদের আমন্ত্রণ জানানো হয়।
এ বিষয়ে ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, “বাংলাদেশে আসতে পেরে এবং আমাদের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সম্ভাবনা ও সক্ষমতা নিয়ে আমরা সত্যিই আশাবাদী; আমাদের বিশ্বাস, ডিজিটাল হয়ে ওঠার দিকে দেশ অব্যাহতভাবে এগিয়ে যাবে। বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি ও ডিজিটালভাবে সক্ষম অর্থনীতি খুব দ্রুত বিকশিত হবে বলেও দৃঢ়ভাবে আশাবাদী আমরা। এক্ষেত্রে, বাণিজ্যের নানা খাতে সরকার ও
অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।”
এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর সাব্বির আহমেদ বলেন, “আজ আমরা পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের সাথে উদযাপনে শামিল হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের পারস্পরিক সম্পর্ক দেশের ডিজিটাল হয়ে ওঠাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছে। উদ্ভাবন ও অন্তর্ভুক্তির মাধ্যমে ক্যাশলেস সোসাইটির লক্ষ্যপূরণ এবং বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে ব্যাংক ও পেমেন্ট ইকোসিস্টেমের সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার।
বাংলাদেশের অর্থনীতির ডিজিটালকরণ ত্বরান্বিত করতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে, ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪-এ বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব পায়। ভিসা বেশ কিছু ক্রেডেনশিয়াল-ভিত্তিক পেমেন্ট সমাধান নিয়ে এসেছে। এই আয়োজনে এসব উদ্ভাবনগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।
দেশে উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপে অবদান রাখতে নীতি নির্ধারক, সরকারি অংশীদার ও মূল সহযোগীদের সাথে ধারাবাহিক ও নিবিড়ভাবে কাজ করে যাবে ভিসা।