বাহিরের দেশ ডেস্ক: গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে একটি নৌযান ডুবে অন্তত ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নৌযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। খবর রয়টার্সের।
কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ২০ জন নিখোঁজ রয়েছে।
নৌযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। তুরস্কের উপকূলের খুব কাছে গ্রিসের এ দ্বীপটির অবস্থান।
গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।
এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌযান প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।