এইচএম সাইফুদ্দিন : আজ বিকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে-ভিউতে ০৬-০৮ এপ্রিল মেয়াদে তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২৩’ -এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
হোটেল রেডিসন ব্লু ‘র মেজবান হলে প্রদর্শনীটি আয়োজন করে এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মানজুমা মোর্শেদ, চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মোহাম্মদ আলী, এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব, সাউথ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার ও তরুণ উদ্যোক্তা আনিকা নওরিন, মুন্নু সিরামিকের হেড অফ ব্র্যান্ড ও রিটেইল অপারেশন খম্দকার ফয়েজ আহমেদ, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম প্রমুখ। প্রতিমন্ত্রী পরে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।