নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৪ আগস্ট, ২০২২ তারিখে গ্লােবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধন করা হয়। চট্টগ্রামের ডিসি রোড, ঢাকার সাভার বাজার, নারায়ণগঞ্জের বান্টি বাজার এবং রংপুরের চারতলা মোড়ে উপশাখা চারটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এই নতুন চারটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও ইসলামী বিশ্বাস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।