অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ বুধবার (১৮ আগষ্ট) গ্লোবাল ইসলামী ব্যাংকের মুন্ডুমালা বাজার, রাজশাহী ও বড়াইগ্রাম, নাটোর-এ দুইটি শাখা এবং ঢাকার মাষ্টারপাড়া, কাজলা ও মোহাম্মদপুর-এ তিনটি, চট্টগ্রামের ফইল্লাতলী বাজার ও সরকারহাট-এ দুইটি, টঙ্গী বিসিক-গাজীপুর, সানারপাড়-নারায়নগঞ্জ, বালাশুর নতুন বাজার-মুন্সীগঞ্জ, চাঁচুড়ী বাজার-নড়াইল-এ মোট নয়টি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই নতুন দুইটি শাখা ও নয়টি উপশাখার অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।