বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের “বেস্ট নিউ কাস্টমার-সেন্ট্রিক ব্যাংকিং ব্র্যান্ড” হিসেবে “গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩” অর্জন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এই পুরষ্কার ঘোষণা করে যুক্তরাজ্যভিত্তিক “গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন”। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদসহ ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।