নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঘন কুয়াশার কারণে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে উত্তরাঞ্চলের তিনটি ট্রেন দেরি করে ঢুকেছে। এতে কিছুটা সিডিউল বিপর্যয় হয়েছে।
ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে দেরি করায় ঢাকা থেকে ছেড়ে যেতেও দেরি করেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।
তিনি জানান, শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজশাহী ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, নীলফামারীর চিলাহাটি ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস এবং পঞ্চগড় ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঘন কুয়াশার কারণে দেরি করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এতে তিনটি ট্রেন দুই ঘণ্টা করে দেরিতে ঢাকা ছেড়েছে।
মাসুদ সারওয়ার জানান, কুয়াশার কারণে আগামী কয়েকদিন এমন সিডিউল বিপর্যয় হতে পারে। এটিকে স্বাভাবিক হিসেবে ধরে নিতে যাত্রীদের অনুরোধ জানান তিনি।