নিজস্ব প্রতিবেদক,বাঙলা প্রতিদিন: ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাগামী দুই মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এতে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। যানজটের কারণে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। সূর্য উঠার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা কমে এলে সকাল ৮টা থেকে ফের টোল আদায় শুরু হয়।
জানা গেছে, আজ ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার ভোর রাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।