চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছের ৩ হাজার ৯৪৩ জন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৫ রোগী চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৬৫৮ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬ জন সরকারি হাসপাতালে এবং ৩৫ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হন। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩২ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩১ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৭৯ জন চিকিৎসাধীন।