সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ‘মূলহোতা’ আজিমসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি।
আটকদের মধ্যে রয়েছেন- ‘মূলহোতা’ আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও মেহেদি হাসান হৃদয় (ইংরেজি বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮)। তাদের রাউজান এলাকা থেকে আটক করা হয়েছে।
জানা যায়, দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।
এ ছাড়া আসামিদের ধরতে শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহ আমানত হলে অভিযান চালানো হয়। এ অভিযানে ৮০ জনের মতো পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন।
গত রবিবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পাঁচজন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়। পরদিন প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
এ ঘটনায় তিনি বাদী হয়ে একই দিন হাটহাজারী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাও করেন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার গভীর রাত অবধি হলের বাইরে বিক্ষোভ দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।