ক্রীড়া ডেস্কঃ আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আয়োজক ভারতই সবার আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে গত কয়েক মাস মাঠে না থাকলেও দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। এতে বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সাঞ্জু স্যামসনের।
ভারতীয় দলে রয়েছে চার বিশেষজ্ঞ পেসার – মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিট বুমরাহ। তাদের সঙ্গে রয়েছেন দুজন পেস অলরাউন্ডার – হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজার সঙ্গী হচ্ছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদব।
আগামী ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টিম ইন্ডিয়া।
ভারতের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।