বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম হওয়া এস্টেল হ্যারিসের বাবার চকলেটের দোকান ছিলো পিটসবার্গে। তাই বেশ খানিকটা সময় কেটেছে তার বাবার সঙ্গে। সেই তখন থেকেই স্কুলে পড়াকালীন বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি।
ছোট্ট বয়সেই তিনি বুঝতে পারেন, কথা বলার মাধ্যমে মানুষকে তিনি হাসাতে পারছেন।
এরপরই অভিনয়ের প্রতি তার ঝোক বাড়তে থাকে। ধীরে ধীরে টেলিভিশনে সুযোগ পান তিনি। এরপর পুরোদমে অভিনয় শুরু করে হয়ে উঠেন জনপ্রিয় মুখ।
৯৩ বছর বয়সে সেই প্রিয় মুখের অবসান ঘটল। গত শনিবার ২ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এস্টেল হ্যারিস। তার সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।
তা ছাড়া ‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-একক চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে। সেগুলোতেও প্রশংসা কুড়ান হ্যারিস। এছাড়া ছোটদের জন্যও বেশ জনপ্রিয় মুখ ছিলেন তিনি।