300X70
বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চাঁদপুরে পাচারকালে সাড়ে ১২ মণ জাটকা জব্দ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:৩৯ পূর্বাহ্ণ

সংবাদদাতা, চাঁদপুর: চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার বিকেলে মিনি পিকআপ ভ্যানে করে জাটকাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশন রোড এলাকায় জব্দ করা হয়। পরে জাটকাসহ পিকআপ ভ্যানটি সদর উপজেলা পরিষদের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালতে চালককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

তিনি আরও বলেন, জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। বিতরণকালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আবদুস ছাত্তার, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :