বাঙলা প্রতিদিন ডেস্ক : চাঁদপুর ও মংলাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৯ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ০৯ জুন ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভিতরে রাখা ৩ টি প্যাকেট থেকে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে শুক্রবার ৯ জুন সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷
সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়।