সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও ১৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ফলে প্রায় চার মাস পর করোনার সংক্রমণহীন একটি দিন পার হলো। এই সময়ে কোনো রোগীর মৃত্যুও হয়নি।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে পাঠানো রিপোর্টে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বুধবার চট্টগ্রামের ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন কোনো শনাক্ত না থাকায় জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯০ও গ্রামের ৩৪ হাজার ৫৩৬ জন। করোনায় মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে সর্বশেষ করোনাশূন্য দিন পার হয়েছিল গত বছরের ৩ ডিসেম্বর। ২০২০ সালের ৮ এপ্রিল চট্টগ্রামে প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর এ নিয়ে সংক্রমণবিহীন মোট তিন দিন কেটেছে। করোনাকালে জেলা প্রথমবারের মতো আক্রান্তবিহীন ছিল ২০২১ সালের ২১ নভেম্বর।