বাইরের ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে একটি ক্রুজ সার্ভিস ও সরাসরি ফ্লাইট। শ্রীলঙ্কান পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কান পর্যটন মন্ত্রণালয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।
দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিরর এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে দুই দেশের মধ্যে ক্রুজ সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়।
পর্যটনমন্ত্রী রানাতুঙ্গা বলেছেন, বিমসটেক এবং সার্কের মতো আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়নে আরও মনোযোগ দেওয়া উচিত।
অন্যদিকে হাইকমিশনার আরিফুল ইসলাম বলেন, দুই দেশের মধ্যে পর্যটন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে প্রস্তুত বলেও তিনি জানান।