বাহিরের দেশ ডেস্ক: এশিয়ান গেমসের ১৯তম আসরটি ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই স্থগিত করা হয়েছে বলে জানা গেল। এএফপি-র রিপোর্ট অনুযায়ী করোনার কারণে এই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে। এছাড়া চীনের রাষ্ট্রীয় মিডিয়া চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে চিনে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২২ সালের এশিয়ান গেমস। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে গেল! এশিয়ান গেমসের ১৯তম আসরটি ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে অনেক অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর করোনার নতুন ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে চীন।