বাহিরের দেশ ডেস্ক: বেলজিয়ামের চিড়িয়াখানায় একটি সিংহী করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, বেলজিয়ামের ব্রাগেলেট পৌরসভার অন্তর্ভুক্ত পাইরি ডাইজা চিড়িয়াখানা পার্কের ডানা নামের একটি সিংহী করোনা আক্রান্ত হয়েছে।
চিড়িয়াখানায় পুরুষ ও নারী সিংহ রয়েছে মোট চারটি। এর মধ্যে অন্যতম ডানা।
চিকিৎসকদের মতে, এ সিংহীর জ্বর আসার পর কাশির সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া তার ক্ষুধাও হ্রাস পেয়েছে।
ডানার সংস্পর্শে আসা চিড়িয়াখানার কোনো কর্মীর করোনা আক্রান্ত হয়নি বলে জানানো হয় খবরে।
এর আগে জুনে ভারতের চেন্নাইয়ের একটি চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছিল এক সিংহীর।