নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবন হতে দাপ্তরিক কাজ শেষে ফার্মগেট নিজ বাসায় ফেরার পথে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়েন। গতকাল বৃহস্পতিবার (২ ফ্রেব্রুয়ারি) রাত এগারোটায় এ ঘটনা ঘটে।
এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।