300X70
শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২২, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল টোটাল সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম দিক থেকে আসা সেন্টমার্টিন ট্রাভেলস্ এর একটি বাস দ্রæত ও বেপরোয়া গতিতে যাত্রীবাহী একটি সিএনজিকে সজোরে পিছন থেকে ধাক্কা দিয়ে গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল হতে গাড়ি চালিয়ে দ্রæত পালিয়ে যায়।

উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা একই পরিবারের রহমান বেপারী (৬০), শারমিন(৩৫) ও সিরাজুল ইসলাম কুদ্দুস (৪০) নামক ৩ জনের মৃত্যু হয়। এছাড়া মোছাঃ শারমিন ও মোঃ সিরাজুল ইসলাম কুদ্দুস এর কন্যা সন্তান শাকিরা @ বৃষ্টি (৬)সহ সিএনজির ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশু ও ড্রাইভারকে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসকগন রোগীদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দ্রæত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উক্ত দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলা নং-১০০, তারিখঃ ২১ জানুয়ারি ২০২২ খ্রিঃ। দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির পর হতে র‌্যাব-১০ বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন মিরহাজারিবাগ এলাকা হতে উক্ত সেন্টমার্টিন ট্রাভেলস্ এর হেলপার কোরবান আলী (২৫)কে আজ সকালে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২২ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ জেলার সদর থানার চিকার ঘোনা নামক গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভার মোঃ দেলোয়ার হোসেন @দিনার (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।

৬। গ্রেফতারকৃত ড্রাইভার ও হেলপারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :