তৃণমূল নারী ও তরুণদের বাজেট প্রত্যাশা নিয়ে জাতীয় সংলাপ
বাঙলা প্রতিদিন ডেস্ক : বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বাজেটে তরুণ ও নারীর অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন বক্তারা। একইসাথে তৃণমূলের অংশগ্রহণে জেলা বাজেটের প্রচলন ও বাজেটের কাঠামোগত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে কমিশন গঠনের
প্রস্তাব দেন অর্থনীতি ও বাজেট বিশ্লেষকগণ। আজ ঢাকার ওয়াই ডাব্লিউ সিএ মিলনায়তনে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট (ডিবিএম) আয়োজিত জাতীয় সংলাপে বিভিন্ন অংশভাগিদের আলোচনায় এ কথা উঠে আসে।
তৃণমূল ও জেলা পর্যায়ের নারী ও তরুণদের স্থানীয় চাহিদা, চ্যালেঞ্জ ও বাজেট প্রত্যাশার উপর একটি অংশগ্রহণমূলক গবেষণার প্রাথমিক প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এ সভায়।
গবেষণায় তারুণ্যের বাজেট, জেন্ডার বাজেট ও জলবায়ু বাজেট বিষয়ে ৯টি জেলার সাধারণ নাগরিক ও ভুক্তভোগী জনগণের পর্যালোচনা, চাহিদা ও সুপারিশ তুলে ধরা হয়। তরুণদের জন্য কার্যকরী দক্ষতা প্রশিক্ষণের প্রচলন, প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান নিশ্চিতে কৌশল নির্ধারণ, স্টার্ট আপ ফান্ড তৈরি, যুব ব্যাংক সৃষ্টি, নিয়মিত কর্মসংস্থান মেলার আয়োজন, তরুণদের মানসিক স্বাস্থ্য, সাংস্কৃতিক ও মানসিক বিকাশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুব মন্ত্রণালয় পৃথকীকরণ সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয় এই অংশগ্রহণমূলক গবেষণায়।
জেন্ডার বাজেট আলোচনায় জাতীয় বাজেট প্রণয়নে নারীর অংশগ্রহণ, নারীদের যুগোপযোগী দক্ষতা প্রশিক্ষণ ও মার্কেট প্লেস তৈরি, নারী ও শিশু ভাতার পরিধি ও পরিমাণ বৃদ্ধি ও যথাযথ ক্যাশ ট্রান্সফার পদ্ধতির প্রচলন করার প্রস্তাব করা হয় এই গবেষণায়। এছাড়া নারীর প্রজনন স্বাস্থ্য, ভিকটিম সাপোর্ট সেন্টারে বিনিয়োগ বৃদ্ধি, ডে-কেয়ার সুবিধা, স্যানিটেশন ও নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করার কথা উঠে এসেছে এ গবেষণায়।
জলবায়ু বাজেটের আলোচনায় দেখা যায় যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থানীয় মানুষের যথাযথ চাহিদা নিরূপণ ও যাচাই বাছাই ছাড়াই প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এক্ষেত্রে তারা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছে। জলবায়ু প্রশমন ও অভিযোজন প্রকল্পে অগ্রাধিকার প্রদান, উপকূল ও বৃহৎ নগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান, নদীর প্রবাহ উন্নত করতে ড্রেজিং এ বরাদ্দ, সৌর বিদ্যুৎ গ্রিড ও বায়োগ্যাস প্ল্যান্টের মতো নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি প্রদানের প্রস্তাব করা হয়ে আলোচনায়।
আলোচনায় বক্তারা বলেন যে জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়াটি কোন কোন পর্যায়ে অগণতান্ত্রিক ও অর্ধগণতান্ত্রিক। সাধারণ বা স্থানীয় মানুষের আকাঙ্ক্ষা এই বাজেট প্রক্রিয়ায় ধারণ করা সম্ভব হচ্ছে না। এজন্য সংসদীয় কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারার সংশোধন করার উপর বক্তারা জোর দেন।
গণতান্ত্রিক বাজটে আন্দোলনরে সদস্য জাকিয়া শিশিরের সভাপতিত্বে এই ডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোখলেছুর রহমান, যুগ্মসচিব (উন্নয়ন-১ অধিশাখা, পরিকল্পনা-১ ও ৩ শাখা), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন জনাব মির্জা শওকত আলী, পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং হাসিনা আক্তার খানম, সহকারী পরিচালক (অর্থ), মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়া, আলোচক হিসেবে ছিলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি; আমানুর রহমান, সহ-সভাপ্রধান, ডিবিএম; মরিয়ম নেছা, ম্যানেজার, উইমেন রাইটস এন্ড জেন্ডার ইকুইটি, একশনএইড বাংলাদেশ। স্বাগত ভাষণ দেন জনাব খালিদ পাশা জয়, যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিএম; প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আসিফ মঈনুর চৌধুরী, রিসার্চ ফেলো, এসআরএস; এবং সঞ্চালক ছিলেন সেকেন্দার আলী মিনা, নির্বাহী পরিচালক, এসআরএস (সেইফটি এন্ড রাইটস সোসাইটি)।