300X70
বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জনগণের দুর্দশা লাঘবে কাজ করছেন মানবতার মা : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৬, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ

প্রতিনিধি, বরিশাল: ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। চলমান মহামারীতে ক্ষতিগ্রস্থ কৃষক,ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ,শুভেচ্ছা উপহার প্রদান করছেন সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণের কথা ভাবেন বিধায় অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি। জনগণের দুর্দশা লাঘবে কাজ করছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।’

বৃহষ্পতিবার (৬ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে নিম্ন আয়ের দরিদ্র,ভাসমান এবং অস্বচ্ছল দেড় হাজার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, ‘করোনার সংক্রমণ শুরু হওয়ার প্রথম দিক থেকেই আমি নিজে ত্রাণ, খাদ্য সহায়তা, সচেতনতামূলক লিফলেট দেয়া শুরু করেছিলাম। আজ যে জায়গাতে করোনা ইউনিটটি চালু করা হয়েছিলো সেটিও জেলা প্রশাসনকে নিয়ে আমরা নির্ধারন করেছিলাম। এরপর ধীরে ধীরে অনেক কিছু সংযোজন হয়েছে। বরিশালের ভালোর জন্য আমরা সকলে মিলে কাজ করছি।নিজেদের স্বাস্থ্য নিজেরা সুরক্ষিত করে আপনারা সরকারকে সহযোগিতা করুন। ‘

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ প্রমুখ।

দেড়হাজার মানুষকে দেয়া উপহার সামগ্রীতে চাল, ডাল, আলু, তেল, লবন, চিনি, সেমাই দেওয়া হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :