অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমানের নেতৃত্বে বৃহষ্পতিবার (২৭ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালক মোঃ আবদুল মজিদ, ডিএমডি মোঃ রমজান বাহার, জিএম মোঃ আবদুল মতিন, রুহিয়া আখতার, প্রতিভা রাণী সরকার ও অনিতা দে এবং ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ মোঃ মাহবুব হোসেনসহ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় গাছের চারা রোপনের মাধ্যমে জনতা ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।