শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে জনতা ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখার কার্যালয়ে অনুষ্টিত হয়।
উক্ত ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক সুশান্ত্ম কুমার রায় ও কুড়িগ্রাম সদর উপজেলার পি.আই.ও মোঃ ফিজানুর রহমান।
অনুষ্টানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক বিতরণ ও ঋণ আদায়াপক (এরিয়া ইনচার্জ) এ, কে, এম, সামছুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখার ব্যবস্থাপক মিতালী রানী সাহা। অনুষ্টানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও শাখার সুধী গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রকাশ্যে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচি পালন করা হয়। পরে জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখা হতে উপস্থিত ঋণ পরিশোধকারী এবং গ্রাহকদের মাঝে উপহার স্বরূপ গাছের চারা বিতরণ করা হয়। জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ ও ঋণ আদায় এ কর্মসূচি পালিত হয়।