অর্থনৈতি প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের লোকাল অফিস, জনতা ভবন কর্পোরেট শাখাসহ মাঠ পর্যায়ের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ সম্পন্ন করেন।
গত মঙ্গলবার (১৩ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান বাহার ও মোঃ নুরুল আলম এফসিএমএ (সিএফও) এবং অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।