অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এবার রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের মোবাইল অ্যাপ ই জনতার (eJanata) মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা যে কোন বিকাশ একাউন্টে কোন চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারছেন। সম্প্রতি ব্যাংকটির মোবাইল অ্যাপে এ সুবিধা সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ই-জনতার মাধ্যমে জনতা ব্যাংকের যে কোন শাখায় চেক বই ছাড়াই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা উত্তোলন, যে কোন ব্যাংক হিসাবে অর্থ প্রেরন, ঋণের কিস্তি বা ডিপিএসের কিস্তি পরিশোধেরও সুবিধা রয়েছে।
গ্রাহকরা ঘরে বসেই নিজ একাউন্টের ব্যালান্সসহ মিনি স্ট্যাটমেন্ট দেখারও সুবিধা পাচ্ছেন ই-জনতা অ্যাপে। গুগল প্লে স্টোর থেকে জনতা ব্যাংক লিমিটেডের ‘ই-জনতা (eJanata)’ অ্যাপ ডাউনলোড করা যায়।