অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সোমবার (২০ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আসাদুজ্জামান ও সিএফও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে সকল স্তরের নির্বাহী-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগন অনলাইনের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।