নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ব্যাংক কর্মীদের নিয়ে সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ কেক কাটেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান বাহার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), প্রধান কার্যালয়ের জিএম মোসাম্মৎ আম্বিয়া বেগম, মেহের সুলতানা এবং মাহফুজা খাতুনসহ উর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, নারীদের জন্য বিশেষ সার্ভিস চালু করেছে জনতা ব্যাংক। প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের নারীদের জন্য ইতিমধ্যে ‘জনতা ব্যাংক নারী সঞ্চয় প্রকল্প’ নামে একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে। আমাদের ব্যাংকে প্রতিমাসের তৃতীয় সপ্তাহ নারী গ্রাহক সেবা সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। এছাড়া নারী ব্যাংকারদের জন্য বর্তমানে উন্নত কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।