আনন্দ ঘর ডেস্ক: সম্প্রতি মা হারিয়েছেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এদিকে আজকে ১১ অক্টোবর এই নায়িকার জন্মদিন। মা না থাকায় জন্মদিনে মন খারাপ অপুর।
এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন। আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কী উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি। তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া; “জয়কে ডাক্তার বানানো” আমি যেন পূরণ করতে পারি।
এদিকে অপু বিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।