300X70
শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক ও গীতিকার উমর ফারুক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক ও গীতিকার উমর ফারুক। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও গীতিকার উমর ফারুকের ৩৯ তম জন্মদিন। তার এইশুভ দিনে বন্ধু-বান্ধব, সহকর্মীসহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা এবং তার সফলতা কামনা করেছেন। জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক ও গীতিকার উমর ফারুকে। সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে তাকে স্মরণ করেন।

ভাষার মাস আর বইমেলার মাসে কবির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা। এবারের বইমেলায় কবির নতুন কাব্যগ্রন্থ ‘দ্রোহের উপধারা’ ও উপন্যাস ‘ যে রাতের দিন হয় না’ প্রকাশিত হয়েছে। জন্মদিনে কবির এ প্রাপ্তির জন্য শুভ কামনা জানিয়েছেন তাঁর পাঠক-পাঠিকা ও বন্ধু স্বজন।

জন্মদিনে পিতা মাতা স্ত্রী ভাইবোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাঠক পাঠিকা শুভাকাঙ্ক্ষী ও সুধীজনসহ সকলের কাছে দোয়া চেয়েছেন কবি।

১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা তেলীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই সাংবাদিক ও কথাসাহিত্যিক। তিনি মো. গোলাম হোসেন সরকার ও আনোয়ারা বেগমের ৪ সন্তানের মধ্যে সবার বড়।

তিনি লেখালেখির নেশা থেকে ১৯৯৮ সালে দৈনিক বিজলী, স্থানীয় সাপ্তাহিক দুধকুমর ও পাক্ষিক দ্বীপদেশ এ সাংবাদিকতা শুরু করেন।

পরে চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক পদে, পরে পদোন্নতি পেয়ে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০০৪ সালে ঢাকায় এসে জাতীয় দৈনিক যুগান্তরে লেখালেখি শুরু করেন।

এরপর দৈনিক আমাদের সময়, দৈনিক সংবাদ, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক জনতা, দৈনিক আজকালের খবর, দৈনিক বর্তমান দৈনিক নতুন সংবাদ ও দৈনিক স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

এদিকে, লেখক ভারতের (কলকাতা) থেকে বিভূতিভূষণ সাহিত্য পদক-২০২২, সব্যসাচী সাহিত্য পদক-২০১৮ ও নব জিজ্ঞাসা সাহিত সম্মাননা পান। ঢাকা রির্পোটাস ইউনিটি থেকে কথাসাহিত্যিক হিসেবে সম্মাননা-২০১০ থেকে ২০১৫ পান। জাতীয় মানবাধিকার পদক-২০১২, হাছন রাজা স্মৃতি স্বর্ণ পদক-২০১০ লাভ করেন। রংপুর ছান্দসিক সাহিত্য সেরা কবি ২০০৮ নির্বাচিত হন।

অপরাজিতা সাহিত্য পদক লাভ করেন। এছাড়া ও বাংলাদেশ সাহিত্য পরিষদ হতে ছান্দসিক কবি পদক-২০০২ এ ভূষিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ থেকে সংবর্ধিত হন। লেখক সৃজন সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি শিল্প সাহিত্য ও সংস্কৃতির কাগজ’ জ্ঞানদীপ’ ও বেলা অবেলা পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে সরকারি ডিক্লেয়ারেশনপ্রাপ্ত শিল্প সাহিত্য ও সংস্কৃতির’ মাসিক ভাষাতরী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভাষাতরী প্রকাশনের
প্রকাশক।

তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে, ১) প্রেম শুধু কাঁদিয়ে গেল, (উপন্যাস) ২) নিমর্ম নিয়তি, (উপন্যাস) ৩) যন্ত্রণার পদাবলি, (উপন্যাস) ৪) মেঘে ঢাকা চাঁদ, (উপন্যাস) ৫) হৃদয় ভাঙা ঢেউ, ( গল্প গ্রন্থ), ৬) হৃদয়ের পরবাসে, (কাব্যগ্রন্থ), ৭) ঝরা ফুলের গন্ধ (গল্পগ্রন্থ) ৮) যে রাতের দিন হয় না (উপন্যাস) ৯) লুণ্ঠিত শিহরণ (উপন্যাস) দ্রোহের উপধারা (কাব্যগ্রন্থ)। লেখক গীতিকার হিসেবেও বেশ জনপ্রিয়।

তার লেখা গানের এলবাম হচ্ছে- প্রেমের কবিতা ও অন্তর কাঁদে। তার লেখা নাটক টিভিতে প্রচারিত হয়েছে, টেনশন ডটকম ও এক খণ্ড মন। অভিনয় করেছেন টেলিছবি ‘ গন্ধব’ নাটক ৪২০ গরম পানি লেনসহ বেশ কয়েকটি। এছাড়াও অসংখ্য মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন।

সাংবাদিক উমর ফারুক ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সদস্য। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)র প্রতিষ্ঠাতা সদস্য। ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির আজীবন সদস্য। চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দেশ আজ অদম্য : তথ্যমন্ত্রী

মুজিববর্ষে মহেশপুরে মাথা গোঁজার ঠাঁই পেল ৬৪ ভূমিহীন পরিবার

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপের মহাকাশ যাত্রা

এমটিবি’র এশিয়াান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস্ ২০২১ অর্জন

গার্মেন্টস কর্মীদের জন্য বাংলাদেশে প্রথম ডিজিটাল ঋণ চালু করেছে প্রাইম ব্যাংক

সহকারী পরিচালক পদে ফায়ার সার্ভিসের ৮ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন চেয়ারম্যান শিপলু

একদিনে ডেঙ্গুতে ১৫ মৃত্যু, বেশী রোগী ঢাকার বাইরে

রাষ্ট্রদূতেরাও বলছেন নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

সকলের অংশগ্রহণে বৈশাখী মেলা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে : শিল্পমন্ত্রী

ব্রেকিং নিউজ :