300X70
বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জবিতে চতুর্থ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১০, ২০২২ ১:২৯ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংসদের আয়োজনে চতুর্থ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যায়লয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক।
উপাচার্য বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড কে উৎসাহিত না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা  গড় সম্ভব হবে না। তাই সাংস্কৃতিক সংঘটন গুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনেক সাংস্কৃতিক সংঘটন আছে যদিও করোনা মহামারীর কারণে তাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিলো কিন্তু এখন  তারা  পুরোদমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার প্রমান আমাদের চোখের সামনেই।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, সাংস্কৃতিক কর্মকান্ডেও আমরা পিছিয়ে থাকবো ন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সকল কর্মকাণ্ডে যেন আমরা এগিয়ে যেতে  পারি।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল আবৃত্তি সংসদের সংসদের সভপতি মোহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আন্যনমা নাসুহা নুহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ এবং জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন।
অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারেক সুজাত কে কবি সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও  জগন্নাথ বিশ্ববিদ্যায়ল আবৃত্তি সংসদের আঠারো তম কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে স্মারক, সনদ  এবং বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগীতায়  অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান পরিবেশন করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :