নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা আনসার ভিডিপি বিপণন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আনসার ভিডিপি লেডিস ক্লাবের সভানেত্রী এবং জয়িতা আনসার ভিডিপি বিপণন উদ্যোগের প্রধান উপদেষ্টা মিসেস শিমুল আমিন।
আজ বৃহস্পতিবার বিপণন কেন্দ্রটি উদ্বোধনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক জনাব ফাতেমা সুলতানা, সাধারণ সম্পাদিকা মিসেস খুরশিদা ইসলাম এবং বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জয়িতা ফাউন্ডেশন থেকে ঢাকা শহরের ধানমন্ডি এলাকায় অবস্থিত রাপা প্লাজায় একটি বিপণন কেন্দ্রের বরাদ্দ লাভ করে। এ বিপণন কেন্দ্রের মাধ্যমে বাহিনীর নারী উদ্যোক্তাগণ হস্ত ও কুটির শিল্পে তৈরী গৃহসজ্জার ও পোশাক সামগ্রী বিপণনে সুযোগ লাভ করলো।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের জন সম্পৃক্ত একটি বিশাল বাহিনী যার মোট সদস্য-সদস্যার সংখ্যা প্রায় ৬১ লক্ষ যার অর্ধেকই নারী। বাহিনীর প্রায় ৩০ লক্ষ নারী সদস্য দেশের প্রান্তিকে জনগোষ্ঠির অন্তর্ভূক্ত।
তারা বিভিন্ন সময়ে এ বাহিনীর নানামুখী পেশা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে নানা রকমের পোশাক ও গৃহসজ্জার সামগ্রী যেমন: সালোয়ার কামিজ, শিশুদের পোশাক, পাঞ্জাবী, নকশী কাঁথা, বিছানার চাদর, সতরঞ্চি এবং নানা ধরণের শো-পিস তৈরী করে থাকেন।
জয়িতা আনসার ভিডিপি উদ্যোগের মাধ্যমে বাহিনীর এ সকল সদস্যা জয়িতা ফাউন্ডেশনের নারী বান্ধব বিপণন কর্মসূচীতে যুক্ত হলো। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ প্রান্তিক নারী সমাজকে উপার্জনমূখী করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে। জয়িতা আনসার ভিডিপি বিপণন কর্মসূচী পরিচালিত হবে আনসার ভিডিপি ঢাকা রেঞ্জের তত্বাবধানে।