নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর সিরডাপ মিলনায়তনে রবিবার (৪ সেপ্টেম্বর) “টেকশই উন্নয়নে পরিবেশগত সুরক্ষা” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। তিনি বিশুদ্ধ, নিরাপদ পানি এবং তা ব্যবহারে গ্রাম ও শহরে জেন্ডারগত সমস্যাদি বিশ্লেষণ সম্পর্কিত নানা দিক তুলে ধরেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমি সংরক্ষণ ও নিরাপত্তা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এছাড়া অব্যবস্থাপনা, অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন নগরায়নের কারণে শহরের জলাধার প্রতিনিয়ত কমে আসছে। ফলে, নিরাপদ পানি পান থেকে বঞ্চিত হচ্ছে শহরের নাগরিক সমাজ। দক্ষিণাঞ্চলের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সেখানকার মানুষের। তাঁদের স্যানিটেশন ব্যবস্থাও নিরাপদ নয়।
শিশু ও গর্ভবতী নারীদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। আন্তর্জাতিক এ কনফারেন্স সভাপতিত্ব করেন, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও অধ্যাপক ড. শাহিদুর রশিদ ভূঁইয়া।