শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জাজিরায় বাসি খাবার খেয়ে এক পরিবারের দুই ভাই বোনের মৃত্যুর পর, চিকিৎসাধীন থাকা অবস্থায় আরেক বোন সাথী আক্তার (১৪) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে একই পরিবারের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে মারা গেল তিনজন।
জানা যায়, গত মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে মুলাই বেপারী কান্দির শওকত দেওয়ান ও আইরিছ বেগম দম্পতির ছেলে সৌরভ (৬), মেয়ে খাদিজা (৫) ও আরেক মেয়ে সাথী (১৪) পাশের বাড়ির চাচি রওশনা বেগম তার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি গরম করে খেতে দেয়। পরে তারা ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে সবাইকে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করলে পথেই সৌরভ (৬) ও খাদিজা (৫) নামের দুই সহদর বোন মারা যায়। এদিকে, অপর বড় বোন সাথীর আক্তারের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও, চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকালে সাথীও মারা যায়।