বাঙলা প্রতিদিন ডেস্ক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষেরোজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুল আলম, অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি পানি ভবনে জাতির পিতার প্রতিকৃতিতেও পূস্পার্ঘ্য নিবেদন করেন এবং জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।