নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২৩ আগস্ট) গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও স্ব-রচিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এম.পি., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি.। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি.। এছাড়া ওই দিন সকাল ১১ টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করা হবে।