- নিজস্ব প্রতিবেদক : জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ফজলুল হক মন্টু শ্রমিকের অধিকার আদায় এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য দেশ ও জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু (৭১) আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এতথ্য জানানো হয়েছে।