জ্যেষ্ঠ প্রতিবেদক: জেলহত্যায় বড় ধরনের ষড়যন্ত্র ছিল। তা না হলে এতো বড় জঘন্য অপরাধ কড়া নিরাপত্তার মধ্যে করা সম্ভব নয় বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি হয়েছে এবং যারা পলাতক আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যাও সেরকম মোটিভ নিয়ে করা হয়। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ড হয়। একইসঙ্গে যেসব খুনি পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।’
ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় চার নেতা জেলখানার ভেতর ছিলেন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। এ অবস্থাতে ভেতরে প্রবেশ করে কীভাবে চারজনকে হত্যা করলো তার আরও গভীরে তদন্ত করা দরকার। সেক্ষেত্রে আরও অনেক কিছু বেরিয়ে আসবে।’
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, তার ছেলে এবং জাতীয় চার নেতার ছেলে ও স্বজনরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।