নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়ার অভিযোগে আসাদ মিয়া নামের এক পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ কারাদণ্ডাদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আসাদ মিয়াকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ ধামরাই সরকারি কলেজের ছাত্র। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার ভূতছড়া গ্রামের বাসিন্দা।
আসাদ মিয়া জানান, এক লাখ টাকার বিনিময়ে তাঁর এক পরিচিত তাঁকে ডিজিটাল ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে পাঠান। তাঁদের পরিকল্পনা ছিল—আসাদ পরীক্ষা কেন্দ্রে পাওয়া প্রশ্ন ডিভাইসের মাধ্যমে বাইরে পাঠাবেন এবং বাইরে থেকে ডিভাইসের মাধ্যমেই প্রশ্নের উত্তর বলে দেওয়া হবে। কিন্তু, শুরুতেই পরিদর্শকের কাছে ধরা পড়ে যাওয়ায় এ কাজ করতে পারেননি আসাদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ উল হাসান জানান, পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতির জন্য একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাজা দিয়েছেন।
এর আগে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।