মাগুরা প্রতিনিধি : সভাপতি জাসদ, সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জননেতা হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, বিএনপি ও রাজাকারদের বিরুদ্ধে অপশক্তি রোধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে জাসদ।
সংবিধান ধ্বংস করে তালেবানি শাসন আনার অপরাজনীতি রুখে দাঁড়াও। ক্ষমতাবাজ-দূর্নীতিবাজ-লুটেরা- গুন্ডা-মাস্তান-বাজার সিন্ডিকেট দমন এবং সুশাসনের দাবিতে মাগুরায় জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ২৭ মে বিকাল ৩ টার সময় ঐতিহাসিক নোমানী ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর আয়োজনে জাসদের বিশাল জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশনায় সুরসপ্তক মাগুরার শিল্পী বৃন্দগণ।
জাসদের জনসভায় সভাপতিত্ব করেন সভাপতি মাগুরা জেলা জাসদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সঞ্চালক সাধারণ সম্পাদক মাগুরা জেলা জাসদ সমীর চক্রবর্তী। প্রধান বক্তায় ছিলেন সদস্য কেন্দ্রীয় কার্যকরী কমিটি জাসদ জাহিদুল আলম।
এজনসভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি জাসদ, সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জননেতা হাসানুল হক ইনু এমপি। জনসভায় সম্মানিত অতিথির আসনে উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি জাসদ এ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি জাসদ আফরোজা হক রীনা এমপি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক জাসদ আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ন সাধারন সম্পাদক জাসদ ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি মাগুরা জেলা জাসদ মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাগুরা জেলা জাসদ মাসুদুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাগুরা জেলা জাসদ খলিলুর রহমান, সভাপতি মহম্মদপুর উপজেলা জাসদ এ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, সভাপতি শালিখা জাসদ আতিয়ার রহমান জোয়ার্দ্দার, আহবায়ক জাতীয় নারী জোট মাগুরা জেলা এ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, ভারপ্রাপ্ত সভাপতি শ্রীপুর উপজেলা জাসদ নিরাপদ বিশ্বাস, সহ-সভাপতি শ্রীপুর উপজেলা জাসদ মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা জাসদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা জাসদ আব্দুর রাজ্জাক রাজা, সদস্য মাগুরা জেলা জাসদ হাশেম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন যুবজোটের মাগুরা জেলার আহবায়ক শামীম শরীফ। এছাড়াও জাসদের জনসভায় উপস্থিত বক্তব্য রাখেন জেলা জাসদ, ১৪ দল ও শ্রেণী-পেশা-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গণ। জাসদের আহবান গুলো হচ্ছে ক. সকল ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে অদৃশ্য বাজার সিন্ডিকেট ভেঙে দাও। খ. সকল ধরনের দুর্নীতি-লুটপাট রুখে দাও, সুশাসন কায়েম করো। গ. জঙ্গিবাদ-তালেবানি রাজনীতি ও সাংস্কৃতিক রুখো স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাও। ঘ. সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করো। ঙ. শোষণ- বঞ্চনা- বৈষম্যের অবসান করো সমাজতন্ত্রের পথ ধরো।
মাগুরাতে জাসদের জনসভায় প্রধান অতিথি জননেতা হাসানুল হক ইনু এমপি ৩ টি বিষয়ের উপর বক্তব্য রাখেন। তিনি বলেন ১৯৮০ সালের সময় এরশাদ সরকারের সময় মাগুরা জেলার ঐতিহাসিক নোমানী ময়দানে এসে ছিলেন। প্রায় দীর্ঘ ৪৩ বছর পর তিনি মাগুরাতে সেই নোমানী ময়দান মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখেন। সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হবে, দ্রব্য মূল্যর হ্রাস-বৃদ্ধি নিয়ে এবং বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করার আহবান। তিনি বিশ্বাস করেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ বাংলাদেশের উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সবসময় ও সবত্রই বদ্ধ পরিকর এবং সবসময় জামায়াত, বিএনপি ও রাজাকারদের বিরুদ্ধে অপশক্তি রোধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে।