জামালপুর প্রতিনিধি
জামালপুরে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আজ শনিবার (৭ আগস্ট) সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। ৬৭ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩ টি করে বুথের মাধ্যমে মোট ৪০ হাজার ২০০ এবং জামালপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডে ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৪০০ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। সবমিলিয়ে আজ মোট ৪২ হাজার ৬০০ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন সিভিল সার্জন। প্রতিটি বুথে ২ জন করে স্বাস্থ্যকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছে।