300X70
বৃহস্পতিবার , ১ জুলাই ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জি সিরিজের ব্যানারে অস্ট্রেলিয়া প্রবাসী আদিলা নূরের ‘সূর্য ভেজা দিন’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১, ২০২১ ১:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, আনন্দ ঘর, বাঙলা প্রতিদিন:
মায়ের অনুপ্রেরণাতেই সংগীতে হাতেখড়ি অস্ট্রেলিয়া প্রবাসী আদিলা নূরের। পরবর্তীতে আয়ত্তে আনেন আধুনিক, নজরুল এবং বিভিন্ন শাস্ত্রীয় সংগীত। সুদূর ভিনদেশে থেকেও আদিলা বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। এ কারণে সেখানের বাঙালি কমিউনিটির মাঝেও জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে তিনি বেশ পরিচিত।

এবার স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ এর ব্যানারে আদিলা নূর শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘সূর্য ভেজা দিন’ শিরোনামে এই গানটির রচয়িতা কাকলি চৌধুরী ও সুর করেছেন আদিলা নিজেই। এ গানের সংগীতায়োজনে রয়েছেন বিনোদ রায়।

ইতোমধ্যে আদিলার গাওয়া ‘সূর্য ভেজা দিন’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউব ও অন্যান্য সামাজিকমাধ্যমে। মেলবোর্নের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুবীর কুমার দাস এবং মডেলিং এ ছিলেন মারিয়াম শামস ও জীশান শামস।

প্রসঙ্গত, এটি সংগীতশিল্পী আদিলার দ্বিতীয় মৌলিক গান। এর আগে গত বছর তার গাওয়া ‘স্মৃতির প্রীতি’ গানটি শ্রোতাদের প্রশংসা কুড়ায়। দর্শক-শ্রোতারা তার ‘স্মৃতির প্রীতি’ গানটি শুনতে পাচ্ছেন ‘ইমাজিন রেডিও’, ‘স্পটিফাই’ ও ‘ইউটিউব’ এ।

নতুন প্রকাশিত গান প্রসঙ্গে আদিলা নূর বলেন, “সূর্য ভেজা দিন গানের লিরিক আমার খুবই ভালো লেগেছে। আর গানের কথা যখন সহজেই হৃদয় স্পর্শ করে, সুর তখন সাবলীল ভাবেই চলে আসে; এটিই আমার প্রথম নিজের সুর করা গান। তাই প্রচেষ্টা ছিল শ্রোতাদের মন জয় করার। আশা করছি গানটি সবার ভালো লাগবে।”

জি-সিরিজের সিইও খাদেমুল জাহান বলেন, ছোটবেলা থেকেই সংগীতচর্চায় সম্পৃক্ত আদিলার সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। তিনি প্রবাসের সঙ্গীতাঙ্গনেও বেশ পরিচিত। তার নতুন গান ‘সূর্য ভেজা দিন’ শ্রোতারা গ্রহণ করবেন বলেই আমি আশা করি।

সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠা আদিলা চট্টগ্রামের ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ- মিউজিক বোর্ড থেকে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতের ওপর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আধুনিক গানে প্রথমস্থান ও একই বছর নজরুল সংগীতে দ্বিতীয়স্থান লাভ করেন।

আদিলার সংগীত গুরুদেও মধ্যে অন্যতম ওস্তাদ পরেশ চন্দ্র রায় ও প্রখ্যাত সংগীতজ্ঞ ডক্টর নিলুফার ইয়াসমিন। পরেশ চন্দ্র রায়ের কাছ থেকে তিনি নজরুল এবং বিভিন্ন শাস্ত্রীয় সংগীতের শ্রæতি ও চলন শিখেছেন। এছাড়া আদিলা নজরুল সংগীতের তালিম নেন নিলুফার ইয়াসমিনের কাছে থেকেও।

১৯৯৫ তে চট্টগ্রাম বেতারের নজরুল সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়ে আদিলা নিয়মিত নজরুল সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম সেন্টারের আধুনিক গানের শিল্পী ছিলেন।

আদিলা নূর দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করছেন। মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স শেষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার টয়োটা মোটর কর্পোরেশন এর সিনিয়র ফিনান্সিয়াল একাউন্টেন্ট হিসেবে কর্মরত আছেন। আদিলা সার্টিফাইড প্রাক্টিসিং একাউন্টেন্ট (সিপিএ – ২০১৪) হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। স্বামী, সন্তান ও কর্মব্যস্ততার মাঝেও তিনি প্রতিদিন সংগীতচর্চার চেষ্টা করেন ও সংগীতের মাঝেই খুঁজে পান নিজেকে। আদিলার অবসর সময় কাটে ভ্রমণ, রান্না ও বাগান করে।

Music Video Link: https://youtu.be/2Vq2aHhGSBQ

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে : পরিবেশমন্ত্রী

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণে বাড়তি ফি : তথ্যমন্ত্রীকে শিল্পীসমাজের কৃতজ্ঞতা

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা সমাপ্ত

১৮ জনকে অভিযুক্ত করে ‘জনতার আদালতে’ কাদের মির্জার জিডি

আগামী ৩ মে সীমানা পুনর্র্নিধারণের শুনানি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

করোনা কেড়ে নিল আরও ১১ হাজারের বেশি প্রাণ, নতুন আক্রান্ত ২৯ লাখের বেশি

কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টঙ্গী আরবার প্রোগ্রামের উদ্যোগে গণসচেতনতামূলক প্রচারাভিযান

বেপজা বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে ৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ব্রেকিং নিউজ :