বাইরের ডেস্ক: জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার করেছে বিশ্বের ১৯০টি জাতি ও সংগঠন। এর মধ্যে রয়েছে ৪০টিরও বেশি দেশ।
তবে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের এই চুক্তিতে সই করেনি যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও অস্ট্রেলিয়ার মতো বৃহৎ কয়লা ব্যবহারকারীরা। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী কয়লা।
ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ কয়লার জন্য আন্তর্জাতিক অর্থায়ন বন্ধ করতেও সম্মত হয়েছে। এই চুক্তিতে তেল ও গ্যাসের প্রকল্পগুলোও অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। থিংক ট্যাংক ইথ্রিজি-এর জলবায়ু অর্থ বিশেষজ্ঞ ইস্কান্দার এরজিনি ভার্নোইট জানান, চুক্তিটি এমনি কিছু পরিবর্তনের প্রতিনিধিত্ব করে, যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নতুন কোনো কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রে বিনিয়োগ ও নির্মাণ বন্ধের অঙ্গীকার করেছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে বৃহৎ অর্থনীতির দেশ এবং ২০৪০ সালের মধ্যে দরিদ্র দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপরি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পোল্যান্ড, ভিয়েতনাম ও চিলি প্রথমবারের মতো এই ধরনের চুক্তিতে রাজি হয়েছে।