300X70
রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজধানীর বারিধারায় বিস্ফোরণ, আহত দুই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২০, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর বারিধারার একটি আবাসিক ভবনের নিচতলায় বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এ তথ্য জানিয়েছেন।

লিমা খানম বলেন, ‘বারিধারা আবাসিক এলাকার কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। দোতলা একটি ভবনের নিচতলায় গ্যাসের লাইন থেকে লিকেজ হয়ে কক্ষের মধ্যে প্রবেশ করে। এক সময় গ্যাস জমাটবদ্ধ হয়ে বিস্ফোরণ হয়। তারপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।’

লিমা খানম আরও বলেন, ‘এ অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। দুজনের মধ্যে এক জনের নাম পেয়েছি। তিনি ভবনের মালিক আসিফ সাদিক (৫০)। আরেকজন তাঁর ভাগ্নে। তবে, তাঁর নাম জানা যায়নি।’

লিমা খানম বলেন, ‘প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের কর্মীরা জানতে পেরেছেন—নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাসেই বিস্ফোরণ হয়েছে। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিস। ভবনটির সামনে পার্ক করে রাখা একটি গাড়িও এ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :