বাঙলা প্রতিদিন প্রতিবেদক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। জুন মাসের প্রথম ১৪ দিনে বাংলাদেশে বৈধ পথে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) এর পরিমাণ ১৯ হাজার ৪৩১ কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৭৬ লাখ ডলার। বৃহস্পতিবার (২০ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি জুন মাসের প্রথম ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে ২১৬ কোটি মার্কিন ডলার, মার্চে ১৯৯ কোটি মার্কিন ডলার, এপ্রিলে ২০৪ কোটি মার্কিন ডলার এবং মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। ২০২৩ সালের জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ডলার, মে মাসে ১৬৯ কোটি ডলার, জুনে ২২০ কোটি ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ডলার এবং নভেম্বর ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।