গাইবান্ধা প্রতিধিনি : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় বিডি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক কে বিজয়ী করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভা গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ গাইবান্ধা সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্নঃ সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ হাসান চৌধুরী লিটন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজুর সঞ্চালনায় মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,যুগ্নঃ সাধারন সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাটাবাড়ী চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাষ্টার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ভোট দিয়ে বিজয়ী করার করার আহবান জানান।
গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষাদান : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ রোভার স্কাউট গ্রপের দীক্ষাদান এবং সনদ বিতরণ অনুষ্ঠানের অয়োজন হয়। সোমবার সকালে অত্র কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন।
নাকাইহাট কলেজর অধ্যক্ষ মো: আশরাফ আলী প্রধানের সভাপতিত্বে দীক্ষাদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার মো: গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ থানার ওসি এর প্রতিনিধি এসআই আব্দুল্লা আল মামুন, কলেজের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিনা সুলতানা প্রভাষক কৃষি শিক্ষা ফারুক হোসেন। এ অনুষ্ঠানে ২২ জনকে দীক্ষাদান এবং সনদ বিতরণ করা হয়।