৬৩টি পদের বিপরীতে ৬৪৪০ জনের অংশগ্রহণ, একজন ভুয়া পরীক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ (শুক্রবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জারিকারক পদে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকার ১৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৩টি জারিকারক পদের বিপরীতে ৬,৪৪০ জন এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রতিটি কেন্দ্রে একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়।
বিজি প্রেস হাই স্কুল কেন্দ্রে এবিএম মাহমুদুল হাসান নামীয় একজন পরীক্ষার্থীর বদলে প্রদীপ চন্দ্র নামের একজন পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত কক্ষ পরিদর্শকের তাকে দেখে সন্দেহ হয়। এরপর কাগজপত্র যাচাই করে প্রমাণ মেলে তিনি ভুয়া পরীক্ষার্থী। এ অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।